ইন্দোনেশিয়ার জলসীমায় ইরানি ট্যাংকার আটক

অবৈধ শিপ-টু-শিপ অয়েল ট্রান্সফার

দক্ষিণ চীন সাগরের সর্বদক্ষিণের প্রান্তে অবস্থিত নর্থ নাতুনা সাগরে অবৈধভাবে শিপ-টু-শিপ অয়েল ট্রান্সফারের সময় একটি ইরানি ট্যাংকারকে আটক করেছে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ। মালয়েশীয় কর্তৃপক্ষ এ সময় তাদের সহায়তা করেছে।

গত দুই বছরের মধ্যে এই প্রথম নিজেদের জলসীমায় অবৈধভাবে তেল স্থানান্তরের বিরুদ্ধে ব্যবস্থা নিল ইন্দোনেশিয়া। আর তারা এটি এমন এক সময়ে করল, যখন ইন্দোনেশিয়া ও ইরান তাদের মধ্যে বাণিজ্য বাড়ানোর চেষ্টা করছে।

ইন্দোনেশিয়ার মেরিটাইম সিকিউরিটি এজেন্সির প্রধান রিয়ার অ্যাডমিরাল আন কুর্নিয়া এক সংবাদ সম্মেলনে জানান, দেশটির কোস্ট গার্ড ও নৌবাহিনী এবং মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এপিএমএম) যৌথ অভিযান চালিয়ে পূর্বানুমতি ছাড়াই শিপ-টু-শিপ অয়েল ট্রান্সফারের সময় দুটি ট্যাংকারকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় ট্যাংকার দুটির কোনোটিতেই পতাকা উত্তোলিত ছিল না। এর মধ্যে একটি ট্যাংকার হলো এমটি আরমান ১১৪, যেটি ইরানে নিবন্ধিত।

ইন্দোনেশীয় কর্তৃপক্ষ দূর থেকে ট্যাংকারটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তারা কোনো সাড়া দেয়নি। এছাড়া আরমানের অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) সঠিক তথ্য সরবরাহ করছিল না বলে জানিয়েছেন আন কুর্নিয়া। তিনি বলেন, এআইএস সিস্টেমে কারসাজির মাধ্যমে ট্যাংকারটি তাদের অবস্থান লোহিত সাগরে দেখাচ্ছিল।

আন কুর্নিয়া জানান, ইন্দোনেশীয় কর্তৃপক্ষ যখন পরিদর্শনের জন্য এমটি আরমানের দিকে অগ্রসর হচ্ছিল, ট্যাংকারটি তখন আন্তর্জাতিক জলসীমার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় আরমানকে আটকের জন্য মালয়েশীয় বাহিনীর সাহায্য চায় ইন্দোনেশীয় কর্তৃপক্ষ। এপিএমএমের সদস্যরা হেলিকপ্টারের মাধ্যমে এমটি আরমানে আরোহন করেন এবং ট্যাংকারটিকে আটকে ভূমিকা রাখেন।

তেল স্থানান্তরে সম্পৃক্ত অপর ট্যাংকারের নাম এস টিনোস এবং সেটি ক্যামেরুনে নিবন্ধিত বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। তবে এর পরিচয় নিয়ে যথেষ্ট অস্পষ্টতা রয়েছে। ডেটাবেজ পর্যালোচনায় জানা যায়, এস টিনোস নামের একটি ট্যাংকার এক সময় ইউরোন্যাভের মালিকানাধীন ছিল। পাঁচ বছর আগে সেটি স্ক্র্যাপ করা হয়। এর সর্বশেষ জ্ঞাত মালিকপক্ষ ট্যাংকারটিকে পালাউয়ে নিবন্ধন করিয়েছিল। ট্যাংকারটির পরিচয় সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

ইন্দোনেশিয়া কোস্ট গার্ড জানিয়েছে, আটকের সময় এমটি আরমানে ৩১ জন আরোহী ছিল। তাদের মধ্যে ২৮ জন ছিল ক্রু। বাকি তিনজন সিকিউরিটি অফিসারের পারিবারের সদস্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here