২০৪৫ নাগাদ বৈশ্বিক জ্বালানি চাহিদা ২৩ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস ওপেকের

২০৪৫ সাল নাগাদ সব ধরনের জ্বালানি পণ্যের বৈশ্বিক চাহিদা ২৩ শতাংশ বাড়তে পারে। জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেকের মহাসচিব হাইথাম আল গাইস সম্প্রতি নাইজেরিয়ান অয়েল অ্যান্ড গ্যাস কনফারেন্সে এমন পূর্বাভাস দিয়েছেন।

ওপেকের শীর্ষ কর্তাব্যক্তিরা প্রতিনিয়ত জ্বালানি তেল খাতে বিনিয়োগ বাড়ানোর কথা বলে আসছেন। তা সম্ভব না হলে পণ্যটির দাম ফের আকাশচুম্বী হয়ে উঠবে বলে সতর্ক করেছেন তারা।

হাইথাম আল গাইস বলেন, ২০৪৫ সাল নাগাদ বিশ্বজুড়ে প্রাথমিক জ্বালানির চাহিদা ২৩ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে। এর অর্থ হলো, এ সময়ের মধ্যে আমাদের সব ধরনের জ্বালানির প্রয়োজন। ২০৪৫ সাল নাগাদ বৈশ্বিক জ্বালানি তেল শিল্পে ১ হাজার ২১০ কোটি ডলারের বিনিয়োগ প্রয়োজন। তবে এ পরিমাণ বিনিয়োগ আসার মতো কোনো লক্ষণ এখনো দৃশ্যমান হয়ে ওঠেনি।

ওপেকের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বিশ্বজুড়ে জ্বালানি তেলের চাহিদা দৈনিক ২৩ লাখ ৫০ হাজার ব্যারেল বা ২ দশমিক ৪ শতাংশ বাড়তে পারে। আগামী বছর চাহিদা বৃদ্ধির গতি কিছুটা কমে আসতে পারে ধারণা জোটটির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here