আট মাসের সর্বনিম্নে ভারতের রপ্তানি

চলতি বছরের জুনে ভারতের পণ্য রপ্তানি আগের বছরের তুলনায় ২২ দশমিক ২ শতাংশ কমেছে। আলোচ্য সময়ে দেশটির রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ২৯৭ কোটি ডলার, যা আট মাসে সর্বনিম্ন। একই সময়ে আমদানির পরিমাণ ১৭ দশমিক ৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩১০ কোটি।

গত সাত মাস ধরে ভারতের পণ্য রপ্তানির সূচক নিম্নমুখী। তবে গত মাসের পতনের পরিমাণ ছিল সবচেয়ে বেশি। জুনে দেশটির বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ২ হাজার ১৩ কোটি ডলার। এ নিয়ে টানা দ্বিতীয় মাসের মতো বাণিজ্য ঘাটতি ২ হাজার কোটির ওপরে থাকল।

২০২২-২৩ অর্থবছরে ভারতের পণ্য রপ্তানি বেড়েছিল ৬ দশমিক ৭ শতাংশ। গত অর্থবছরে রপ্তানির পরিমাণ ছিল রেকর্ড ৪৫ হাজার কোটি ডলার। অন্যদিকে চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন) রপ্তানির পরিমাণ ১৫ দশমিক ১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ হাজার ২০ কোটি ডলার। একই সময়ে আমদানি ১২ দশমিক ৭ শতাংশ কমে ১৬ হাজার ৩ কোটি ডলারে নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here