নেদারল্যান্ডস উপকূলে গাড়িবাহী জাহাজে আগুন, নিহত ১

নেদারল্যান্ডসের উত্তরাঞ্চলীয় উপকূলে একটি গাড়িবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন ক্রুর প্রাণহানি ঘটেছে। এছাড়া কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে নেদারল্যান্ডসের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) মধ্যরাতের দিকে ফ্রিম্যান্টল হাইওয়ে নামের ১৮ হাজার ৫৪৯ ডিডব্লিউটির জাহাজটিতে আগুন লাগে। এটি ভাড়া করেছিল জাপানের অপারেটর কে লাইন। জার্মানির ব্রেমারহ্যাভেন থেকে ২ হাজার ৮৫৭টি গাড়ি নিয়ে রওনা দিয়েছিল জাহাজটি। সুয়েজ খাল হয়ে এটির সিঙ্গাপুর পৌঁছনোর কথা ছিল বলে জানিয়েছে কে লাইন। ২০১৩ সালে নির্মিত ৬৫৬ ফুট দীর্ঘ জাহাজটি পানামায় নিবন্ধিত।

ডাচ কোস্টগার্ড জানিয়েছে, কী কারণে ফ্রিম্যান্টলে আগুন লেগেছে, সেটি এখনই বলা যাচ্ছে না। তবে জাহাজটিতে ২৫টি বৈদ্যুতিক গাড়ি ছিল, যেগুলো থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এখন পর্যন্ত জাহাজটি থেকে তেল ছড়িয়ে পড়ার কোনো ঘটনার কথা জানা যায়নি। তবে ডাচ কোস্ট গার্ড প্রস্তুতিমূলক পদক্ষেপ হিসেবে এরই মধ্যে একটি তেল ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণকারী জাহাজ দুর্ঘটনাস্থলে পাঠিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here