চট্টগ্রাম বন্দর আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নিরাপত্তা বিভাগ

অতিথিদের সাথে বিজয়ী দলের খেলোয়াড়বৃন্দ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি আয়োজিত আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৩১ জুলাই শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। খেলায় পরিবহন বিভাগকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নিরাপত্তা বিভাগ।

গত ১০ জুলাই শুরু হওয়া এই টুর্নামেন্টে অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসব মুখর পরিবেশে ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফি অর্জন করেছে প্রশাসন, সচিব, পরিকল্পনা ও ভান্ডার বিভাগের সমন্বয়ে গঠিত দল। সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট অর্জন করেছেন নিরাপত্তা বিভাগের খেলোয়াড় মাহবুবুর রহমান সবুজ এবং সেরা গোলরক্ষক হিসেবে গোল্ডেন গ্লাভস অর্জন করেছেন পরিবহন বিভাগের গোলরক্ষক তানভির রেজা। খেলায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য ৯ জন সিনিয়র খেলোয়াড়কে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

পর্ষদ সদস্য (প্রকৌশল) কমডোর মোহাম্মদ মাহবুবুর রহমান (ই), পিএসসি, বিএন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ এবং পুরস্কার বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বন্দর ক্রীড়া সমিতির সভাপতি ও পরিচালক (প্রশসান) মো. মমিনুর রশিদ (উপ-সচিব), পরিচালক (নিরাপত্তা) লে. কর্ণেল মোস্তফা আরিফ-উর রহমান খান, ক্রীড়া সমিতির সহ-সভাপতি ও সচিব মো. ওমর ফারুক এবং সাধারণ সম্পাদক ও চীফ পারসোনেল অফিসার মো. নাসির উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here