ইউক্রেনের ইজমাইল বন্দরে গতকাল রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে বন্দরের কিছু অবকাঠামো, শস্য মজুদাগার ও একটি নেভাল শিপ রিপেয়ারিং ইয়ার্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আরআইএ এ তথ্য নিশ্চিত করেছে।
ইউক্রেনের বন্দরনগরী মিকোলেইভভিত্তিক একটি আন্ডারগ্রাউন্ড গ্রুপের সমন্বয়কারী সের্গেই লেবেদেভের বরাত দিয়ে আরআইএ জানিয়েছে, ইজমাইলে অন্তত আটটি গোলাবর্ষণ করেছে রাশিয়া। এতে বন্দরের একটি তেলের টার্মিনাল, নৌবাহিনীর যুদ্ধজাহাজ রক্ষণাবেক্ষণের একটি ইয়ার্ড, বন্দরের একটি ভবন, একটি শস্য মজুদাগার ও একটি এলিভেটর ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্দরের ভবনটিতে বিদেশী ভাড়াটে যোদ্ধাদের আবাস ছিল বলে ধারণা করা হচ্ছে। এছাড়া এলিভেটরটিতে বিদেশী সামরিক সরঞ্জাম রাখা ছিল বলে জানানো হয়েছে।
ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ চুক্তি ভেস্তে যাওয়ার পর রোমানিয়া হয়ে খাদ্যশস্য রপ্তানিতে ইউক্রেনের প্রধান গেটওয়ে হয়ে দাঁড়িয়েছে দানিউব নদীর তীরে অবস্থিত ইজমাইল বন্দর। সেখানে লেবেদেভের আন্ডারগ্রাউন্ড গ্রুপটির চর রয়েছে বলে আরআইএ জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স লেবেদেভের বরাতের সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। তবে ইউক্রেনীয় কর্তৃপক্ষের প্রকাশ করা একটি ভিডিওতে দেখা গেছে, ইজমাইল বন্দরের একটি বহুতল ভবনে লাগা আগুনের লেলিহান শিখা নেভানোর চেষ্টা করছে অগ্নিনির্বাপনকর্মীরা। এছাড়া আরও কিছু ভবন গোলাবর্ষণের কারণে ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছে। শস্য মজুদাগারের অন্তত দুটি সাইলো ভেঙে শস্য বাইরে ছড়িয়ে পড়ার দৃশ্যও দেখা গেছে ভিডিওতে।