২০১৯ সালের তেল ছড়িয়ে পড়ার ঘটনায় বড় ক্ষতিপূরণ প্রদানে সম্মত এইচএমডিসি

২০১৯ সালের একটি তেল ছড়িয়ে পড়ার ঘটনার জেরে মোট ৪ লাখ কানাডীয় ডলার (৩ লাখ মার্কিন ডলার) ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে কানাডীয় অয়েল প্লাটফর্ম অপারেটর হিবার্নিয়া ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি (এইচএমডিসি)। সম্প্রতি স্বাধীন নিয়ন্ত্রক কর্তৃপক্ষ কানাডা-নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর অফশোর পেট্রোলিয়াম বোর্ডের (সি-এনএলওপিবি) সঙ্গে এ বিষয়ে একটি নিষ্পত্তি চুক্তি স্বাক্ষর করেছে তারা। ক্ষতিপূরণের পাশাপাশি ওই ঘটনায় তেল ছড়িয়ে পড়াজনিত দূষণ মোকাবিলায় ব্যর্থ হওয়ার দায় স্বীকার করে নিয়েছে এইচএমডিসি।

২০১৯ সালের জুলাইয়ে আটলান্টিক মহাসাগরে সেন্ট জনস নিউফাউন্ডল্যান্ড উপকূলে অবস্থিত এইচডিএমসি পরিচালিত হিবার্নিয়া অফশোর প্লাটফর্মে পরিচালনাগত ত্রুটির কারণে তেল নিঃসরণের ঘটনাটি ঘটে। প্রায় ১২ হাজার লিটার অপরিশোধিত তেল আটলান্টিকের পানিতে ছড়িয়ে পড়েছিল সে সময়। দুর্ঘটনার বিষয়ে তদন্ত শেষে ২০২২ সালের আগস্টে এইচএমডিসিকে দোষী সাব্যস্ত করে সি-এনএলওপিবি।

প্রায় ১২ হাজার লিটার অপরিশোধিত তেল আটলান্টিকের পানিতে ছড়িয়ে পড়েছিল হিবার্নিয়া অফশোর প্লাটফর্ম থেকে

মোট ৪ লাখ কানাডীয় ডলারের মধ্যে ৯০ হাজার কানাডীয় ডলার জারিমানা হিসেবে পরিশোধ করবে এইচএমডিসি। বাকি ৩ লাখ ১০ হাজার কানাডীয় ডলার একটি পরিবেশগত ক্ষয়ক্ষতিবিষয়ক তহবিলে জমা করা হবে। এইচএমডিসি বলেছে, তারা ওই দুর্ঘটনার কারণে অনুতপ্ত এবং সেখান থেকে শিক্ষা নিয়ে এর পুনরাবৃত্তি প্রতিরোধে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here