চলতি বছর ৩০ লাখ টিইইউ কনটেইনার হ্যান্ডেলিং সক্ষমতা যোগ করবে ডিপি ওয়ার্ল্ড

বিশ্বজুড়ে বিস্তৃত নিজেদের কার্যক্রমে গ্রস কনটেইনার হ্যান্ডেলিং সক্ষমতা ১০ কোটি টিইইউতে উন্নীত করার পথে রয়েছে দুবাইভিত্তিক পোর্ট অপারেটর ও লজিস্টিকস জায়ান্ট ডিপি ওয়ার্ল্ড। চলতি বছরের শেষ নাগাদ প্রায় ৩০ লাখ টিইইউ কনটেইনার হ্যান্ডেলিংয়ের নতুন সক্ষমতা যোগ করবে তারা।

বর্তমানে ডিপি ওয়ার্ল্ডের কনটেইনার হ্যান্ডেলিংয়ের মোট সক্ষমতা ৯ কোটি ৬ লাখ টিইইউ, যা বৈশ্বিক সক্ষমতার প্রায় ৯ শতাংশ। শীর্ষ পাঁচ বৈশ্বিক পোর্ট অপারেটরের একটি তারা।

নতুন সক্ষমতা যোগ হবে যেসব বন্দরে সেগুলো হলো-ডমিনিকান রিপাবলিকের কুসেডো বন্দরে ১২ লাখ টিইইউ, তুরস্কের ইয়ারিমকায় ৫ লাখ ৭৯ হাজার, মিশরের সোখনায় ৫ লাখ ও সৌদি আরবের জেদ্দা বন্দরে ২ লাখ টিইইউ।

এছাড়া চলতি বছরের শেষ নাগাদ ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার বেলাওয়ান নিউ কনটেইনার টার্মিনালের (বিএনসিটি) কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে ডিপি ওয়ার্ল্ডের। আপাতত টার্মিনালটির কনটেইনার হ্যান্ডেলিং সক্ষমতা ৬ লাখ টিইইউ হলেও শিগগিরই তা ১৪ লাখ টিইইউতে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here