নামিবিয়ার সম্ভাবনাময় জ্বালানি খাতের বিকাশে সহায়তার জন্য বন্দর অবকাঠামো সম্প্রসারণের পরিকল্পনা করছে দেশটির সরকার। সম্প্রতি ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে নামিবিয়ান পোর্টস অথরিটির (নামপোর্ট) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্ড্রু ক্যানিমে বলেছেন, এই সম্প্রসারণের জন্য প্রায় ২১০ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ প্রয়োজন হবে।
সম্প্রসারণের বেশিরভাগ কাজই হবে নামিবিয়ার শীর্ষ বন্দর ওয়ালভিস বে-তে। এছাড়া উপকূলীয় শহর লুদারিজেও একটি বন্দর স্থাপন করার পরিকল্পনা রয়েছে সরকারের। এটির অবস্থান হবে ওয়ালভিস বে বন্দর থেকে ২৫০ নটিক্যাল মাইল দক্ষিণে। ক্যানিমে জানান, আগামী বছরের শেষ প্রান্তিকে বন্দর অবকাঠামো সম্প্রসারণের কাজ শুরু এবং পরবর্তী তিন বছরের মধ্যে শেষ হওয়ার আশা করছেন তারা।
জ্বালানি কোম্পানি শেল ও টোটাল এনার্জিস সম্প্রতি নামিবিয়ার আটলান্টিক উপকূলীয় অরেঞ্জ বেসিনে বিপুল পরিমাণে তেল ও গ্যাসের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে। সেখানে প্রায় ৭০০ কোটি ব্যারেল তেল রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই সম্পদ পুরোপুরি কাজে লাগাতে পারলে নামিবিয়া আফ্রিকার পঞ্চম বৃহত্তম তেল উৎপাদক দেশে পরিণত হবে।