এইচএমএম অধিগ্রহণের বিষয়ে চিন্তা করছে হ্যাপাগ-লয়েড

হ্যাপাগ লয়েড ও এইচএমএম; প্রথমটি বিশ্বের পঞ্চম শীর্ষ সমুদ্র পরিবহন সংস্থা, আরেকটি অষ্টম। এখন এই দুটি সত্তার এক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণ কোরীয় শিপিং অপারেটর এইচএমএমে থাকা নিজেদের সিংহভাগ শেয়ার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। আর এই শেয়ারই কিনে নেয়ার বিষয়ে চিন্তাভাবনা করছে তাদের জার্মান প্রতিদ্বন্দ্বী হ্যাপাগ-লয়েড।

দক্ষিণ কোরিয়ার একমাত্র বৈশ্বিক কনটেইনার ক্যারিয়ার হিসেবে টিকে রয়েছে এইচএমএম। এর সিংহভাগ শেয়ার রয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত কোরিয়া ডেভেলপমেন্ট ব্যাংক (কেডিবি) ও সরকারি মেরিটাইম ফিন্যান্স কোম্পানি কোরিয়া ওশান বিজনেস করপোরেশনের কাছে। ২০১৬ সালে দক্ষিণ কোরীয় অপারেটর হানজিন শিপিংয়ের পতনের পর এইচএমএমের সরকারি বেইলআউট কর্মসূচির অংশ হিসেবে এই মালিকানা পায় তারা।

কনভার্টিবল বন্ড শেয়ারে পরিণত হওয়ায় উভয় প্রতিষ্ঠান এইচএমএমের ৭৫ শতাংশ শেয়ারের সমান ভাগ পায়। এর মধ্যে প্রায় ৫৮ শতাংশ শেয়ার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

এইচএমএমের এই নিয়ন্ত্রণমূলক শেয়ার বিক্রির নিলাম চলতি মাসেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হ্যাপাগ-লয়েড জানিয়েছে, নিলামে অংশগ্রহণের সম্ভাব্যতা যাচাই করে দেখছে তারা। অবশ্য এক্ষেত্রে তাদের সামনে কিছু প্রতিযোগী থাকবে। এরই মধ্যে পাঁচটি প্রতিষ্ঠান নিলামে অংশ নিতে আগ্রহ দেখিয়েছে। তাদের সবাই দক্ষিণ কোরিয়ার। প্রতিষ্ঠানগুলো হলো-ছোট শিপিং ক্যারিয়ার এসএম লাইনের মালিক এসএম গ্রুপ, বাল্কার ফার্ম প্যান ওশানের সবচেয়ে বড় বিনিয়োগকারী হারিম, লজিস্টিকস ফার্ম এলএক্স হোল্ডিংস ও ডংওন গ্রুপ এবং ভোগ্যপণ্য রপ্তানিকারক গ্লোবাল সায়-এ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here