মূল্যস্ফীতির চাপ ও চাহিদার নিম্নমুখিতার যুগল প্রভাবে বেশ মন্দাভাব যাচ্ছে সিঙ্গাপুরের রপ্তানি খাতে। আগস্টে দেশটির জ্বালানি-বহির্ভূত রপ্তানি বছরওয়ারি ২০ দশমিক ১ শতাংশ কমেছে। এ নিয়ে টানা ১১ মাস রপ্তানিতে পতন দেখল বাণিজ্য-নির্ভর অর্থনীতির দেশটি। জুলাইয়ে সিঙ্গাপুরের রপ্তানি কমেছিল বছরওয়ারি ২০ দশমিক ৩ শতাংশ।
সম্প্রতি প্রকাশিত সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, সিঙ্গাপুর থেকে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও চীনে ইলেকট্রনিকস ও ইলেকট্রনিকস-বহির্ভূত উভয় ধরনের পণ্যের রপ্তানি কমেছে।
গত মাসে সিঙ্গাপুর সরকার দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে। এর আগের পূর্বাভাসে প্রবৃদ্ধির হার শূন্য দশমিক ৫ থেকে ২ দশমিক ৫ শতাংশের মধ্যে থাকতে পারে বলা হলেও নতুন পূর্বাভাসে তা কমিয়ে শূন্য দশমিক ৫ থেকে ১ দশমিক ৫ শতাংশের মধ্যে নামিয়ে আনা হয়েছে।