জাহাজ চলাকালীন ব্যালাস্ট ওয়াটার, স্ক্রাবার ওয়াটার, পানীয় জলসহ বিভিন্ন ধরনের পানি পরীক্ষার প্রক্রিয়া সহজতর করতে সম্প্রতি নমুনা কিট তৈরি করেছে নরম্যাক মেরিটাইম টেস্টিং সার্ভিসেস (এমটিসি)। সহজে ব্যবহারযোগ্য এই কিট দিয়ে বিশেষজ্ঞের সহায়তা ছাড়া জাহাজের ক্রুরাই কার্যকরভাবে পানির নমুনা সংগ্রহ করতে পারবে।
বিশ্বের বিভিন্ন প্রান্তে কার্যক্রম পরিচালনার সময় জাহাজ মালিক ও শিপিং কোম্পানিগুলোকে নিরাপত্তা ও পরিবেশ সংক্রান্ত বেশকিছু বিধিনিষেধ মেনে চলতে হয়। নিয়মিত ব্যালাস্ট ওয়াটার, স্ক্রাবার ওয়াটার, পানীয় জলের পরীক্ষা যার মধ্যে অন্যতম। যুক্তরাষ্ট্রে চলাচলকারী জাহাজগুলোর অবশ্যই ভেসেল জেনারেল পারমিট (ভিজিপি) থাকতে হয়। সেসঙ্গে জাহাজের ব্যালাস্ট ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেমকে ডি-২ স্ট্যান্ডার্ড মেনে চলতে হয়। নরম্যাক এমটিএসের মতো অনুমোদিত সাপ্লায়ার দ্বারা এসব সিস্টেমকে পরীক্ষা করতে হয়।
নরম্যাকের পরিচালক হান্স ভন দের ভার্ট জানান, পূর্বে জাহাজে লোক পাঠিয়ে নমুনা সংগ্রহ করায় অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হতো। অন্যদিকে ম্যানুয়াল অনুযায়ী নরম্যাকের কিট ব্যবহার করে জাহাজের ক্রুরা বন্দরে নোঙর করা অবস্থায় ব্যালাস্ট ওয়াটার এবং সাগরে ইঞ্জিন পূর্ণোদমে চলাচলের সময় স্ক্রাবার ওয়াটার সংগ্রহ করতে পারবেন, যা পরবর্তীতে ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা করা হবে।
এসব পরীক্ষার ফলাফল নরম্যাকের ক্লায়েন্ট পোর্টালে সংরক্ষণ করা হয়। আইনি বাধ্যবাধকতা পালনের সময় জাহাজ মালিকেরা সহজেই পোর্টাল থেকে সেসব তথ্য ব্যবহার করতে পারবেন। উল্লেখ্য, এজেন্টের মাধ্যমে নৌবহরের মালিকদের কাছে নমুনা কিট সরবরাহ করে নরম্যাক। সাপ্লাই শিপমেন্টের সাথে ওয়্যারহাউস থেকে সেসব কিট জাহাজে পৌঁছে দেওয়া হয়।