বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সূর্যোদয়ের পরপরই বন্দরের প্রধান দপ্তর, ভবন, ওয়ার্কশপ, আবাসিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, সংঘ ও বন্দরে অবস্থানরত জাহাজ ও জলযানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল সাড়ে নয়টায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (এএন্ডপি) ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: হাবিবুর রহমান (অতিরিক্ত সচিব) বন্দর রিপাবলিক ক্লাব প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন, অভিবাধন গ্রহণ ও পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বন্দরের সকল সদস্য, সকল বিভাগীয় প্রধান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বন্দর থানা কমান্ডের নেতৃবৃন্দ, বন্দরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ছাত্রছাত্রীরা তাদের স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন।
দিবসটি উপলক্ষ্যে জোহরের নামাজের পর বন্দরের সকল মসজিদে মহান স্বাধীনতা আন্দোলনের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও বন্দরের সকল ধর্মীয় প্রতিষ্ঠান, এবাদতখানা, মন্দির ও বৌদ্ধ বিহারে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন এবং বন্দর হাসপাতালে অভ্যন্তরীণ রোগীদের বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়।
বন্দরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং জুলাই-২৪ এর বিপ্লবের ধারনার সাথে মিল রেখে রচনা, আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।