যুক্তরাষ্ট্রগামী তৈরি পোশাক শিল্পের রপ্তানি পণ্য ৯ এপ্রিলের মধ্যে জাহাজীকরণের (শিপমেন্ট) ব্যবস্থা নিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে অনুরোধ জানিয়েছে গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ। রবিবার বিজিএমইএ’র প্রশাসক মো. আনোয়ার হোসেন এ অনুরোধ জানিয়ে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন।
চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকার আন্তজাতিক বাণিজ্য ঘাটতি বিবেচনায় নিয়ে বাংলাদেশসহ বিশ্বব্যাপী পাল্টা আমদানি শুল্প আরোপ করেছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশি পণ্যের ওপর অতিরিক্ত ৩৭ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হয়েছে, যা আগামী ৯ এপ্রিল থেকে কার্যকর হবে। চিঠিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের অনেক রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পপ্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করে। বর্তমানে চট্টগ্রাম বন্দর ও আইসিডিগুলোতে অনেক প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রগামী পণ্যবোঝাই কনটেইনার রপ্তানির অপেক্ষাই রয়েছে। এগুলো আগামী ৯ এপ্রিলের মধ্যে জরুরি ভিত্তিতে অগ্রাধিকার দিয়ে রপ্তানির ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। রপ্তানি বাণিজ্যের বৃহত্তর স্বার্থে চট্টগ্রাম বন্দর এলাকা ও প্রাইভেট আইসিডিগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রগামী রপ্তানি পণ্যবোঝাই কন্টেইনারসমূহ জরুরিভিত্তিতে অগ্রাধিকার দিয়ে আগামী ৯ এপ্রিলের মধ্যে জাহাজীকরণের ব্যবস্থা করার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি।
এদিকে, একই অনুরোধ জানিয়ে বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশনের চেয়ারম্যানকেও চিঠি দিয়েছে বিজিএমইএ। চিঠিতে যুক্তরাষ্ট্রগামী রপ্তানি পণ্যবোঝাই কনটেইনারগুলো জরুরি ভিত্তিতে অগ্রাধিকার দিয়ে আগামী ৯ এপ্রিলের মধ্যে জাহাজীকরণের জন্য শিপিং এজেন্টস এসোসিয়েশনের সহায়তা চাওয়া হয়েছে।