মাতারবাড়িতে হবে ফ্রি ট্রেড জোন

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ঘিরে একটি মুক্ত বাণিজ্য এলাকা গড়ে তোলার কথা বলেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

তিনি বলেন, বাংলাদেশে এ ধরনের অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে এগিয়ে এসেছে মধ্যপ্রাচ্যের বৃহৎ কোম্পানি ‘ডিপি ওয়ার্ল্ড’, যেটি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরকে ঘিরে একটি ‘ফ্রি ট্রেড জোন’ পরিচালনা করে। বাংলাদেশেও সেরকম অঞ্চল তৈরিতে কোম্পানিটি সহায়তা করতে আগ্রহী।

বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিন বুধবার ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন বিডা চেয়ারম্যান।

তিনি বলেন, সম্মেলনের তৃতীয় দিনে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে একটা সেশন হয়েছে। ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলায়েম মধ্যপ্রাচ্যের খুব গুরুত্বপূর্ণ উদ্যোক্তা। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আমাদের একটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। আমরা মহেশখালীকে ঘিরে ফ্রি টেড জোনের দিকে যাওয়ার চিন্তাভাবনা করছি। জেবেল আলি বন্দর সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিতে ২৫ শতাংশ অবদান রাখছে। ওইরকমভাবে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের কাছাকাছি কোনো একটা জায়গায় আমরা ফ্রি ট্রেড জোন করার চিন্তা করছি। ডিপি ওয়ার্ল্ড থেকে কারিগরি ও অন্যান্য সহায়তা নিয়ে আমরা কাজটা করব। ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের আগমনের এটাই মূল উদ্দেশ্য। অচিরেই বাংলাদেশ থেকে একটি টিম সংযুক্ত আরব আমিরাতে যাবে এবং সেখানে ফ্রি ট্রেড জোন কীভাবে অপারেট করে সেটা দেখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here