চট্টগ্রাম বন্দরের এনসিটিতে নিয়মবহির্ভুতভাবে কনটেইনার কিপডাউন ও আমদানি করা কিসমিস চুরির চেষ্টার ঘটনায় তিনজনকে আটক করেছে বন্দর নিরাপত্তা বিভাগ। আজ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ২৯ জুলাই রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে বন্দর কর্তৃপক্ষ জানতে পারে এনসিটি ডেলিভারি পয়েন্টে একটি অ্যাসাইনমেন্ট বহির্ভূত (আমদানিকারকের চাহিদা নেই) কনটেইনার সিলবিহীন পড়ে রয়েছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই (এনএসআই) ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগের সদস্যরা ঘটনাস্থলে কনটেইনারটির পাশে থাকা কাভার্ডভ্যান ও আশেপাশের এলাকা তল্লাশি করে।
এ সময় ওই কনটেইনারের পাশে থাকা কাভার্ডভ্যানের মধ্যে অ্যাসাইনমেন্ট বহির্ভূত ১০ কেজি ওজনের ৮৪ কার্টন কিসমিস উদ্ধার করা হয়।
তাৎক্ষণিক অভিযানে ঘটনাস্থল থেকে জড়িত গাড়ি (কাভার্ডভ্যান), উদ্ধার করা পণ্যসহ তিনজনকে আটক করে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়। বর্তমানে এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জাতীয় আমদানি-রপ্তানি নিরাপত্তা, পণ্যের নিরাপত্তা এবং স্বচ্ছ বাণিজ্য পরিবেশ নিশ্চিত করতে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে, ভবিষ্যতেও এই নীতি অব্যাহত থাকবে।