বিশেষ উৎসাহ বোনাস পাচ্ছেন চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা

২০২৪-২৫ অর্থবছরে চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ে আগের বছরের চেয়ে চার শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এজন্য বন্দরে কর্মরত কর্মকর্তা-কর্মচারী প্রত্যেককে দেয়া হচ্ছে এক লাখ টাকা করে বিশেষ উৎসাহ বোনাস।

সম্প্রতি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিজস্ব তহবিল থেকে এ বরাদ্দ দেয়ার নির্দেশনা দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

২০২৪-২৫ অর্থবছরে বছরজুড়ে বন্দরে প্রায় ৩৩ লাখ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। যা আগের অর্থবছরের তুলনায় ১ লাখ ২৭ হাজার টিইইউ বেশি। সেই সঙ্গে দেশের সবচেয়ে বড় কাস্টমস স্টেশন চট্টগ্রাম কাস্টম হাউস ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আদায় করেছে ৭৫ হাজার ৪৩২ কোটি টাকা। আগের অর্থবছরে এর পরিমাণ ছিল প্রায় ৬৯ হাজার কোটি টাকা। আর এই সময়ে রাজস্ব আদায় বেড়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা বা ১০ শতাংশের কাছাকাছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here