সরাসরি জাহাজ চলাচলসহ বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী পাকিস্তান

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান ২২ আগস্ট (শুক্রবার) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় চট্টগ্রাম বন্দরের সার্বিক অবস্থা বিশেষ করে বন্দরে পরিচালনা পর্ষদ, কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং, শ্রম ব্যবস্থাপনা, বিদেশী বিনিয়োগ, অটোমেশনসহ বন্দরের বিভিন্ন বিষয়ে জানতে চাইলে বিস্তারিত তুলে ধরা হয়। তিনি চট্টগ্রাম বন্দরের সার্বিক উন্নতি ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি বিদেশী বিনিয়োগের বিষয়ে উল্লেখ করেন, করাচি পোর্ট ট্রাস্টে হাচিসন পোর্ট গ্রুপ একটি কনটেইনার টার্মিনাল এবং সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি পোর্ট (এডি পোর্ট) একটি বাল্ক টার্মিনাল পরিচালনা করছে । এছাড়ও পোর্ট কাশিমে ডিপি ওয়ার্ল্ড দীর্ঘ মেয়াদি চুক্তির ভিত্তিতে একটি টার্মিনাল পরিচালনা করছে।

অর্ন্তবর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন দু’দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বন্দরের সার্বিক অগ্রগতি তুলে ধরেন। বিশেষ করে বিগত বছরে চট্টগ্রাম বন্দরের রেকর্ড পরিমান কনটেইনার হ্যান্ডলিং, জাহাজের ওয়েটিং টাইম ০ থেকে ২ দিনে নামিয়ে আনা, জাহাজের গড় অবস্থান কাল (টার্ন এরাউন্ড টাইম) হ্রাসসহ বন্দরের সাম্প্রতিক অটোমেশান ও ডিজিটালাইজেশনের ব্যাপারে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীকে অবহিত করেন। পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান দু’দেশের মধ্যে আমদানি রপ্তানি বৃদ্ধি, সরাসরি জাহাজ চলাচলসহ অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আশ্বাস প্রদান করেন। পাকিস্তানের প্রতিনিধিদল বন্দরে অপারেশনাল কার্যক্রম সরেজমিনে পরির্দশন করেন ।

পরির্দশনকালে পাকিস্তান দূতাবাসের বাণিজ্য ও বিনিয়োগ দূত জেইন আজিজ, বাণিজ্যিক সহযোগী ওয়াকাস ইয়াসিন এবং বাংলাদেশের পক্ষে অর্ন্তবর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান, বাণিজ্য মন্ত্রণালয়ের বিশ্ব বাণিজ্য সংস্থা অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. নাজনিন কাউসার চৌধুরী, বে টার্মিনালের প্রকল্প পরিচালক কমডোর মো. মাহফুজুর রহমানসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here