আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে চট্টগ্রাম বন্দর সম্পূর্ণ ডিজিটালাইজেশন হবে: বন্দর চেয়ারম্যান

রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান

চট্টগ্রাম বন্দর ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণ ডিজিটালাইজেশন অর্জনের লক্ষ্যে কাজ করছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস. এম. মনিরুজ্জামান। এ সময় তিনি বন্দর পরিচালনায় প্রযুক্তিগত উন্নয়নের প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি জোর দিয়ে বলেন, দক্ষতা, স্বচ্ছতা এবং বৈশ্বিক প্রতিযোগিতা বৃদ্ধির জন্য সম্পূর্ণ ডিজিটালাইজেশন অপরিহার্য।

গতকাল ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন (বিএমএমওএ) আয়োজিত চট্টগ্রামের নৌবাহিনী কনভেনশন সেন্টারে বিশ্ব সমুদ্র দিবস উদযাপনের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন

বিএমএমওএ’র সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। অনুষ্ঠানে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যোগ দেন।

উদযাপনের অংশ হিসেবে সমুদ্র খাতে অবদানের জন্য বিভিন্ন ব্যক্তিকে সাহসিকতা এবং শ্রেষ্ঠত্ব পুরষ্কার দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here