হাইড্রোগ্রাফিক কার্যক্রম পরিচালনায় চট্টগ্রাম বন্দর ও নৌবাহিনীর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী নেভিগেশনাল চ্যানেল এবং বর্হিনোঙর এলাকায় যৌথভাবে হাইড্রোগ্রাফিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং বাংলাদেশ নৌবাহিনী একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। সোমবার সকালে বন্দর কর্তৃপক্ষের বোর্ড রুমে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস. এম. মনিরুজ্জামানের উপস্থিতিতে বন্দর কর্তৃপক্ষের পক্ষে পর্ষদ সদস্য (হারবার ও মেরিন) এবং বাংলাদেশ নৌবাহিনীর পক্ষে নৌবাহিনীর চীফ হাইড্রোগ্রাফার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

চট্টগ্রাম বন্দরের আওতা বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম বন্দরের হাইড্রোগ্রাফি বিভাগের কাজের পরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এ বিশাল সমুদ্র এলাকার ইকোসিস্টেম, কোস্টাল জোন ম্যানেজমেন্ট, ড্রেজিং, কোস্টাল ডেভেলপমেন্ট, নেভিগেশনসহ বিভিন্ন বিষয়ে যৌথ মনিটরিং ও হাইড্রোগ্রাফিক কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ নৌবাহিনীর হাইড্রোগ্রাফি বিভাগ আন্তর্জাতিক মানের চার্ট প্রকাশসহ বিভিন্ন আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক কর্মকান্ডে অংশগ্রহণ করে থাকে। চট্টগ্রাম বন্দরের হাইড্রোগ্রাফি বিভাগের যে সক্ষমতা রয়েছে তার সাথে নৌবাহিনীর অভিজ্ঞতা ও দক্ষতা যৌথ জরিপ কাজ, যে কোনো ধরনের কারিগরি সহায়তা, তথ্য আদান প্রদান ও প্রশিক্ষণসহ যাবতীয় হাইড্রোগ্রাফিক কর্মকান্ড পরিচালনায় এই সমঝোতা স্মারক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস. এম. মনিরুজ্জামান, ওএসপি, এনডিসি, এনসিসি, পিএসসি আশা প্রকাশ করে বলেন, এই সমঝোতা স্মারক শুধুমাত্র কাগজে সীমাবদ্ধ না থেকে বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ, দুই সংস্থার অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here