চট্টগ্রাম বন্দর ও খুলনা শিপইয়ার্ডের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

খুলনা শিপইয়ার্ড লিমিটেডের (খুশিলি) কারখানায় তৈরি হাইটেক রাবার পণ্য চট্টগ্রাম বন্দরে ব্যবহারের জন্য সরবরাহের লক্ষ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) চট্টগ্রাম বন্দরের বোর্ডরুমে এ স্মারক সই হয়।

বন্দরের পক্ষে সদস্য (প্রকৌশল) কমডোর কাওছার রশিদ এবং খুলনা শিপইয়ার্ডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক কমডোর শহিদুল্লাহ আল ফারুক সই করেন।

বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে খুলনা শিপইয়ার্ড তাদের রাবার কারখানায় উৎপাদিত হাইটেক রাবার আইটেমগুলোর মধ্যে যেগুলো বন্দরের বিভিন্ন বিভাগের অধীনে বিবিধ ক্ষেত্রে ব্যবহৃত হয়, সরকারি ক্রয় সংক্রান্ত আইন ও বিধির আলোকে সেসব পণ্য সরবরাহ অব্যাহত রাখার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

অনুষ্ঠানে বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আব্দুল্লাহসহ বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here