কানাডার হাই কমিশনারের চট্টগ্রাম বন্দর পরিদর্শন

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকালে তিনি চট্টগ্রাম বন্দরে আসার পর পর্ষদ সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আব্দুল্লাহ’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

অজিত সিং চট্টগ্রাম বন্দরের বর্তমান পরিচালনাগত ক্ষমতা ও দক্ষতা, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তাছাড়া তিনি বন্দরের উন্নয়নে ডিজিটালাইজেশন, মানব সম্পদ উন্নয়ন এবং বাংলাদেশে কানাডার পণ্য সামগ্রী রপ্তানীসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। এ সময় দূতাবাসের সিনিয়র ট্রেড কমিশনার ডেব্রা বইসি ও পলিটিক্যাল কাউন্সেলর মারকু ডেভিয়েস হাইকমিশনারের সাথে ছিলেন।

কানাডার হাই কমিশনারকে চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ পরিকল্পনার উপর একটি প্রেজেন্টেশন দেওয়া হয়। সৌজন্য সাক্ষাৎ শেষে প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম সরেজমিনে পরির্দশন করেন এবং বন্দরের সার্বিক অগ্রগতি ও কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করেন। এই সফর আগামীতে বাংলাদেশ-কানাডার সম্পর্ককে বিশেষ করে চট্টগ্রাম বন্দরকে ঘিরে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে দু’দেশের প্রতিনিধিদল আশা ব্যক্ত করেন। সৌজন্য সাক্ষাতের সময় বন্দর সচিব মো. ওমর ফারুক উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here