ইউরোপিয়ান কমিশনের জলবায়ু প্যাকেজ ‘ফিট ফর ৫৫’-কে স্বাগত জানিয়েছে ইউরোপিয়ান সি পোর্টস অর্গানাইজেশন (এসপো) ও ইউরোপিয়ান কমিউনিটি শিপওনার্স অ্যাসোসিয়েশন (ইসিএসএ)। তারা বলছে, ২০৩০ সাল নাগাদ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ৫৫ শতাংশ কমানো ও ২০৫০ সাল নাগাদ কার্বন নিরপেক্ষতা অর্জনের লক্ষ্য পূরণের ক্ষেত্রে এই প্যাকেজ সহায়ক ভূমিকা রাখবে।
এসপো বলছে, জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনের পথে এই প্যাকেজ গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে পরিবেশবান্ধব রূপান্তরের জন্য প্রয়োজনীয় সব উপাদানই রয়েছে। অন্যদিকে ইসিএসএ এই উদ্যোগকে স্বাগত জানালেও কিছু ক্ষেত্রে সমন্বয়ের ঘাটতির কথা জানিয়েছে। কার্বন প্রাইস স্থিতিশীল রাখার জন্য একটি স্বতন্ত্র তহবিল গঠনের আহ্বান জানিয়েছে তারা। মেরিটাইম খাতে জ্বালানি রূপান্তরের কাজে এই তহবিলের অর্থ ব্যবহার করা যেতে পারে বলে মত তাদের।