যুক্তরাষ্ট্রে খুচরা পণ্যের আমদানির গতি ঊর্ধ্বমুখী রয়েছে। দেশটির বড় কনটেইনার বন্দরগুলোর পরিসংখ্যান বিশ্লেষণ করে এমন তথ্যই পাওয়া যাচ্ছে। ২০২০ সালে সেখানে আমদানিতে দুই অংকের প্রবৃদ্ধি দেখা গেছে। ধারণা করা হচ্ছে, চলতি বছরটা আমদানির ক্ষেত্রে রেকর্ডের বছর হতে পারে, আর তা গত বছরের পরিসংখ্যানকেও ছাড়িয়ে যেতে পারে। তেমনটি হলে টানা তিন বছর আমদানিতে প্রবৃদ্ধি দেখবে যুক্তরাষ্ট্র।

ন্যাশনাল রিটেইল ফেডারেশন বলছে, বর্তমানে ভোক্তা চাহিদা বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। ফলে চলতি বছর খুচরা আমদানি আড়াই কোটি টিইইউ ছাড়িয়ে যেতে পারে। বছরের প্রথমার্ধে যুক্তরাষ্ট্রের ১৩টি বড় বন্দর দিয়ে খুচরা আমদানি হয়েছে আনুমানিক ১ কোটি ২৮ লাখ টিইইউ, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৫ দশমিক ৬ শতাংশ বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here