কার্বন নিঃসরণ কমানোর প্রক্রিয়াকে আরও বেগবান করতে সিঙ্গাপুরে গ্লোবাল সেন্টার ফর মেরিটাইম ডিকার্বনাইজেশন (জিসিএমডি) প্রতিষ্ঠা করেছে মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি অব সিঙ্গাপুর (এমপিএ)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমপিএ জানিয়েছে, ১ আগস্ট থেকে জিসিএমডির লিডারশিপ টিম কাজ শুরু করবে।

জিসিএমডির জন্য ১২ কোটি সিঙ্গাপুর ডলারের একটি তহবিল গঠন করা হয়েছে। আর এতে অর্থ সরবরাহ করেছে এমপিএ ও ছয় প্রতিষ্ঠাতা অংশীদার বিএইচপি, বিডব্লিউ গ্রুপ, ইস্টার্ন প্যাসিফিক শিপিং, ফাউন্ডেশন ডেট নরস্ক ভেরিতাস, ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস ও সেম্বকর্প মেরিন। মেরিটাইম শিল্পে পরিবেশবান্ধব জ্বালানিতে রূপান্তরের উদ্যোগে সামনে থেকে নেতৃত্ব দেবে জিসিএমডি। এক্ষেত্রে খাতটির অন্যান্য অংশীজনদের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করবে তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here