দুই বছর পর অবশেষে বাড়ি ফিরছেন পরিত্যক্ত বাল্কার উলার ১৯ ক্রু। ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন (আইটিএফ) এ তথ্য জানিয়েছে। ২০১৯ সালে বেশ কিছু বিষয় অমীমাংসিত রেখেই জাহাজটিকে পরিত্যক্ত ঘোষণা করে মালিকপক্ষ।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে নতুন একটি গার্ডিয়ান ক্লাস প্যাট্রল বোট (জিসিপিবি) সরবরাহ করেছে অস্টাল অস্ট্রেলিয়া। এটি প্রতিষ্ঠানটির তৈরি একাদশ জিসিপিবি। অস্ট্রেলিয়া সরকার প্যাট্রল বোটটি কিরিবাতিকে উপহার দিচ্ছে।

জাহাজ নির্মাণ চুক্তির ক্ষেত্রে নতুন একটি ক্লিয়ারলি ওয়ার্ডেড স্ট্যান্ডঅ্যালোন রিফান্ড গ্যারান্টি প্রকাশ করেছে বাল্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল মেরিটাইম কাউন্সিলের (বিমকো) ডকুমেন্টারি কমিটি।

যুক্তরাষ্ট্রে অভিষেক সম্পন্ন করেছে কার্নিভাল ক্রুজ লাইনের নতুন ও ইনোভেটিভ শিপ মার্ডি গ্রাস। সম্প্রতি জাহাজটি পোর্ট কার্নিভালের তিন নম্বর ক্রুজ টার্মিনালে প্রথমবারের মতো ডকিং সম্পন্ন করে। জাহাজটি পরিবেশবান্ধব এলএনজি চালিত।

শিপ রিসাইক্লিং ট্রান্সপারেন্স ইনিশিয়েটিভের (এসআরটিআই) সঙ্গে যুক্ত হলো ক্রাউলি মেরিটাইম করপোরেশন। যুক্তরাষ্ট্রের মালিকানাধীন প্রথম ও সব মিলিয়ে ১৩তম শিপ ওনার-অপারেটর হিসেবে এই উদ্যোগে শামিল হলো তারা।

বারবেরায় নিজেদের কনটেইনার টার্মিনালের সংস্কার ও উন্নয়ন কাজ শেষ করে সেটি উদ্বোধন করেছে দুবাই-ভিত্তিক পোর্ট অপারেটর ডিপি ওয়ার্ল্ড। বারবেরা হলো সোমালিল্যান্ডের প্রধান সমুদ্রবন্দর।

ইতালির ফিনক্যান্তিয়েরি ও ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এর অধীনে ইন্দোনেশিয়ার কাছে ছয়টি এফআরইএমএম ক্লাস ফ্রিগেট ও দুটি মায়েস্ট্রেল ক্লাস ফ্রিগেট সরবরাহ করবে ফিনক্যান্তিয়েরি।

শ্রীলংকার পশ্চিম উপকূলে অগ্নি দুর্ঘটনার শিকার রাসায়নিক ভর্তি জাহাজটি ডুবে গেছে। দেশটির ইতিহাসে অন্যতম বাজে এই সামুদ্রিক দুর্ঘটনায় সমৃদ্ধ ফিশিং ওয়াটারের সুরক্ষা হুমকির মুখে পড়েছে।

তিন হাজার টিইইউ গড় ধারণক্ষমতার নতুন ১২টি কনটেইনার জাহাজ কেনার ঘোষণা দিয়েছে গ্লোবাল শিপ লিজ। বোরিয়ালিস ফাইন্যান্সের কাছ থেকে মোট ২৩ কোটি ৩৯  লাখ ডলারে জাহাজগুলো কিনবে তারা।

ছয় মাস আগে ছয়টি আল্ট্রা-লার্জ কনটেইনার শিপের কার্যাদেশ দিয়েছিল হ্যাপাগ-লয়েড। এবার সেই সংখ্যাটি বাড়িয়ে আরও ছয়টি জাহাজের কার্যাদেশ দিয়েছে তারা। এই ১২টি জাহাজের প্রতিটির সক্ষমতা হবে ২৩ হাজার ৫০০ টিইউ।

নতুন সদস্য হিসেবে পোর্ট অথরিটি অব ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগোকে স্বাগত জানিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পোর্টস অ্যান্ড হারবারস। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তারা এটি জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here