পাকিস্তানের করাচি কোস্টাল কম্প্রিহেনসিভ ডেভেলপমেন্ট জোনে (কেসিসিডিজেড) ৩৫০ কোটি ডলার প্রত্যক্ষ বিনিয়োগ করবে চীন। অর্থাৎ এই অর্থ ঋণ হিসেবে প্রদান নয়, বরং নিজেরাই মূলধনি বিনিয়োগ করবে চীন। করাচি পোর্ট ট্রাস্টের অধীনে থাকা অব্যবহৃত জমিতে মাল্টিপারপাস আবাসিক/বাণিজ্যিক/বন্দর ভবন নির্মাণের কাজে এই বিনিয়োগের অংশবিশেষ কাজে লাগানো হবে। সম্প্রতি চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর (সিপিইসি) প্রকল্পের যৌথ বৈঠকে পাকিস্তানের সমুদ্রবিষয়ক মন্ত্রণালয়কে এই প্রস্তাব দিয়েছে চীন।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘পাকিস্তানের সমুদ্র অর্থনীতির যে অংশটুকু এখনো উন্মোচিত হতে বাকি রয়েছে, সেই অংশের সম্ভাবনার দুয়ার খুলে দেবে কেসিসিডিজেড। এছাড়া ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যকার উন্নয়ন ও শিল্প খাতের সহযোগিতামূলক সম্পর্কের উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে এই প্রকল্প। এটি পাকিস্তানের জন্য গেম চেঞ্জারের ভূমিকা পালন করবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here