২০৪০ সাল নাগাদ বিশ্বের মহাসাগরগুলো থেকে ৯০ শতাংশ ভাসমান প্লাস্টিক অপসারণের লক্ষ্য নিয়ে যাত্রা করেছিল ওশান ক্লিনআপ। ২০১৩ সালে অলাভজনক এই প্রতিষ্ঠানটির যাত্রাটা ছিল আড়ম্বরপূর্ণ। কিন্তু বাস্তবে তাদের চলার পথটা মসৃণ নয়। উত্তর প্রশান্ত মহাসাগর থেকে বছরে ২০ হাজার টন প্লাস্টিক অপসারণের লক্ষ্য নিয়ে বর্তমানে কাজ করছে তারা। কিন্তু গত মাসে ১২০ ঘণ্টার অভিযানে অংশ নিয়ে তারা মাত্র ৮ দশমিক ২ টন অপসারণ করতে পেরেছে, যা একটি প্রমাণ সাইজের ময়লার ট্রাকের ধারণক্ষমতার চেয়েও কম।

সামনের দিনগুলোয় ওশান ক্লিনআপের জন্য নিশ্চিতভাবেই আরও কঠিন সময় অপেক্ষা করছে। বর্তমানে প্রতি বছর ১ কোটি টনের বেশি প্লাস্টিক বর্জ্য সাগরে ফেলা হচ্ছে। ২০৪০ সাল নাগাদ এর পরিমাণ তিন গুণ বেড়ে বছরে প্রায় ৩ কোটি টন দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here