বাণিজ্যিক জাহাজের বৈশ্বিক বহরের জন্য কার্বন ইনটেনসিটি ইনডিকেটর (সিআইআই) রেটিং প্রদর্শনের লক্ষ্যে প্রথমবারের মতো একটি স্বতন্ত্র তথ্যভান্ডার চালু করেছে জার্মানিভিত্তিক ক্রেডিট রেটিং ফার্ম স্কোপ ইএসজি অ্যানালাইসিস। তারা বলছে, শিপ রিভিউ নামের এই তথ্যভান্ডার জাহাজগুলোর পরিবেশবান্ধব ও টেকসই পারফরম্যান্স ও স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
শিপ রিভিউয়ে ৭০ হাজারের বেশি জাহাজের ইএসজি মূল্যায়নের তথ্য থাকবে। কার্বন ইনটেনসিটির বিভিন্ন মানদ-ের ওপর ভিত্তি করে এই মূল্যায়ন করা হয়েছে।
সমুদ্র পরিবহন খাতে কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। বিভিন্ন ধরনের বিধিনিষেধের আওতায় আসতে যাচ্ছে এই খাত। কিন্তু শিপ রিভিউ আশঙ্কা প্রকাশ করেছে, বিশ্বের মোট বহরের এক-তৃতীয়াংশের বেশি জাহাজ হয়তো এসব বিধিনিষেধ মেনে চলতে সক্ষম হবে না।