সাগরের ঢেউ থেকে আরও বেশি পরিমাণে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে নতুন একটি প্রযুক্তির প্রোটোটাইপ তৈরি করেছেন অস্ট্রেলিয়ার মেলবোর্নের আরএমআইটি ইউনিভার্সিটির গবেষকরা। তাদের বিশ্বাস, এই প্রযুক্তির মাধ্যমে এখনকার চেয়ে দ্বিগুণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

এরই মধ্যে ল্যাব টেস্টে দেখা গেছে, বিদ্যমান প্রযুক্তি সাগরের ঢেউ থেকে যে পরিমাণ শক্তি টানতে পারছে, আরএমআইটির প্রোটোটাইপ পারছে তার চেয়ে অনেকটা বেশি। সবচেয়ে বড় কথা হলো, এই প্রযুক্তি স্থাপনে খরচও আগের চেয়ে কমে যাবে এবং এটি স্থাপনের প্রক্রিয়াটিও তুলনামূলক সহজ। গবেষকরা মনে করছেন, পূর্ণাঙ্গ মডেল টেস্ট সফল হলে তাদের এই প্রযুক্তি সাগরের ঢেউ থেকে বাণিজ্যিক ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here