কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্প ও গভীর সমুদ্রবন্দর এলাকা পরিদর্শন করেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। ২৮ সেপ্টেম্বর প্রতিনিধি দল নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টারে ঢাকা থেকে মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্পের হেলিপ্যাডে অবতরণ করেন। পরে তাঁরা কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিডেটের মাতারবাড়ী প্রকল্প কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় করেন। সভায় মাতারবাড়ীতে চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি ও নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।

সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলেছে। সারা বাংলাদেশে মেগা প্রজেক্ট হচ্ছে। আর মহেশখালীতেও অনেক মেগা প্রজেক্ট হচ্ছে। এসব প্রজেক্টের কাজ শেষ হলে এলাকার চেহারা পাল্টে যাবে।’

মতবিনিময় সভায় কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান, নৌপরিবহন সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, পুলিশের আইজি ড. বেনজীর আহমেদ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ হাবিবুর রহমান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান এ বি এম আজাদ, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শাফিনুল ইসলাম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার বিএন ফ্লিট রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ, পেট্রোবাংলার চেয়ারম্যান এ বি এম আব্দুল ফাত্তাহ, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, কক্সবাজারের জেলা প্রশাসক ও কোস্ট গার্ডের উপপরিচালক কমডোর এনামুল হক উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here