বন্দর জলসীমায় পৌঁছার পর পণ্যভর্তি একটি কনটেইনার চট্টগ্রাম বন্দর জেটিতে ভিড়তে দুই থেকে তিনদিন সময় লাগত আগে। করোনার ধকল কাটিয়ে ধীরে ধীরে পুরোনো চেহারায় ফিরেছে চট্টগ্রাম বন্দর। আগস্ট মাসে জাহাজ হ্যান্ডলিংয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এ মাসের ২৯ দিনে চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্যভর্তি কনটেইনারবাহী জাহাজ এসেছে ১৬৮টি। এসব জাহাজের ৪৭ শতাংশই ভিড়েছে দিনে দিনেই। অর্থাৎ বহির্নোঙরে বা বন্দর জলসীমায় পৌঁছার পর অপেক্ষা ছাড়াই জাহাজ জেটিতে ভিড়তে পেরেছে। ৩৬ শতাংশ জাহাজ জেটিতে ভিড়েছে একদিন অপেক্ষার পর। প্রায় ১২ শতাংশ জাহাজ ভিড়েছে দুদিনে। আর তিনদিন অপেক্ষার পর জেটিতে ভিড়েছে মাত্র ৪ শতাংশ জাহাজ।

সাইফ মেরিটাইম লিমিটেডের প্রধান নির্বাহী আবদুল্লাহ জহীর বলেন, ‘একটি জাহাজ বহির্নোঙরে পৌঁছার পর তিনদিন অপেক্ষা শেষে বন্দর জেটিতে ভিড়বে আমাদের কাছে এটাই স্বাভাবিক।’

আবদুল্লাহ জহীরের মতে, তিন কারণে চট্টগ্রাম বন্দরের এই বড় ধরনের অগ্রগতি হয়েছে। সেগুলো হচ্ছে, চট্টগ্রাম বন্দরের পারফরম্যান্স, পণ্য ডেলিভারি স্বাভাবিক করা এবং বেসরকারি কনটেইনার ডিপোতে আমদানি পণ্য স্থানান্তর করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here