আর্কটিকে ব্ল্যাক কার্বন এখনই নিষিদ্ধের দাবি

আর্কটিক সমুদ্রপথে ভারী জ্বালানি তেলে (ব্ল্যাক কার্বন) চলাচলকারী জাহাজগুলো এখনই নিষিদ্ধ করতে আন্তর্জাতিক মেরিটাইম সংস্থার (আইএমও) প্রতি কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে দ্য ক্লিন আর্কটিক অ্যালায়েন্স। ২১টি অলাভজনক সংস্থার আন্তর্জাতিক এ জোটটি জানিয়েছে, আর্কটিকে পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহার করা হলে ব্ল্যাক কার্বন দূষণ ৪৪ শতাংশ কমানো সম্ভব হবে।

ক্লিন আর্কটিক বলছে, এপ্রিলে অনুষ্ঠেয় আইএমও’র পলিউশন প্রিভেনশন অ্যান্ড রেসপন্স সাব-কমিটির বৈঠকে আর্কটিক দিয়ে চলাচলকারী জাহাজগুলোয় ভারী জ্বালানি তেল ব্যবহার নিষিদ্ধ করে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাধ্যতামূলক করার সুযোগ রয়েছে। কার্বন নির্গমন রোধে জ্বালানি পরিবর্তন করলে আর্কটিকে দূষণ কমবে এবং আইএমও’র ডিকার্বোনাইজেশন লক্ষ্যের দিকেও এগিয়ে যাওয়া যাবে।

আন্তর্জাতিক এ জোটের তথ্যানুয়ায়ী, আগামী জুনে আইএমও প্রস্তাবিত ভারী জ্বালানি নিষিদ্ধের বিষয়টি অনুমোদিত হতে পারে। তবে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে ২০২৪ সালের মাঝামাঝিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here