কিছুদিন আগেও খাদ্যশস্যসহ অন্যান্য কমোডিটি নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়িয়েছে ড্রাই বাল্ক ক্যারিয়ার ফ্লাইং বাট্রেস। এখন জাহাজটি শিশুদের খেলনাসহ বিভিন্ন রিটেইল সামগ্রী পরিবহন করছে। আর এই পরিবর্তনের নেপথ্যে রয়েছে মার্কিন রিটেইল জায়ান্ট ওয়ালমার্ট। বিপর্যস্ত বৈশ্বিক সাপ্লাই চেইনের কারণে জাহাজটিকে নিজেদের পণ্য পরিবহনের জন্য ভাড়া করতে বাধ্য হয়েছে তারা।
যুক্তরাষ্ট্রে উৎসবের মৌসুম আসন্ন। এই সময়ে দেশটিতে খুচরা বিক্রি আকাশচুম্বী হয়। রিটেইল কোম্পানিগুলোও এই সময়ের অপেক্ষায় থাকে ভালো মুনাফা কামিয়ে নেওয়ার জন্য। কিন্তু জাহাজ ও কনটেইনারজটের কারণে এ বছর বৈশ্বিক সাপ্লাই চেইন প্রায় ভেঙে পড়েছে। এই অবস্থায় নিজেদের পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে জাহাজ ভাড়া করা শুরু করেছে ওয়ালমার্ট ও অন্যান্য রিটেইল জায়ান্ট।