মেরিটাইম খাতের গবেষণায় আরও ভূমিকা রাখবে সিঙ্গাপুর মেরিটাইম ইনস্টিটিউট

যত দিন যাচ্ছে, বৈশ্বিক সমুদ্র পরিবহন খাতের ওপর চাপ তত বাড়ছে। এই খাতে কর্মদক্ষতা বাড়াতে নিত্যনতুন গবেষণা ও উন্নয়নের প্রয়োজন রয়েছে। সিঙ্গাপুর মেরিটাইম ইনস্টিটিউট (সিএমআই) সেই কাজটাই করে যাচ্ছে। ভবিষ্যৎ চাহিদার কথা মাথায় রেখে সংস্থাটি তাদের কার্যক্রম আরও জোরদারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সম্প্রতি সিএমআই আয়োজিত এক ফোরামে জানানো হয়েছে, তহবিল সরবরাহ, অংশীদারিত্ব তৈরি ইত্যাদির মাধ্যমে সমুদ্র পরিবহন শিল্পের গবেষণা ও উন্নয়নে ভূমিকা আরও বাড়াবে সংস্থাটি। এবারের ফোরামের মূল প্রতিপাদ্য ছিল সমুদ্রে নিরাপত্তা ও সুরক্ষা বৃদ্ধিতে গবেষণা ও উন্নয়নের ভূমিকা। ফোরামে গবেষণা ও উন্নয়নে সহযোগিতা, সমুদ্র পরিবহন খাতে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা, বন্দর ব্যবস্থাপনা ইত্যাদি নিয়ে আলোচনা ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here