বছরজুড়ে নর্দার্ন সি রুটে জাহাজ চলাচল চালু রাখার পরিকল্পনা করছে রাশিয়া

শীতকালে নর্দার্ন সিতে বরফের পুরু আস্তরণ জমে থাকে। এ কারণে শীতকালে এই রুটে জাহাজ চলাচল বন্ধ থাকে। তবে বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় আর্কটিকে বরফ গলার হার তুলনামূলক বেশি হওয়ায় এবার শীতের মৌসুমেও সেখানে জাহাজ চলাচলের সুযোগ তৈরি হয়েছে। আর রাশিয়া এই সুযোগটাই কাজে লাগাতে চাইছে। রুশ উপপ্রধানমন্ত্রী ইউরি ত্রুতনেভ জানিয়েছেন, ২০২২ ও ২০২৩ সালে  বছরজুড়েই নর্দার্ন সি রুটে জাহাজ চলাচল শুরু করার পরিকল্পনা করছেন তারা।

সাম্প্রতিক বছরগুলোয় নর্দার্ন সি রুটের উন্নয়নে বিপুল পরিমাণে অবকাঠামোগত বিনিয়োগ করেছে রাশিয়া। তারা এই সি রুটকে বিশ্বের অন্যতম ব্যস্ত রুটে পরিণত করতে চাইছে। বর্তমানে বছরের ৯ মাস হাইড্রোকার্বন পণ্য ও অন্যান্য রসদ সরবরাহের কাজে এই রুট ব্যবহার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here