অর্থনৈতিকভাবে সুদূরপ্রসারী ভূমিকা রাখতে পারে বৈশ্বিক ফেরি শিল্প। ট্রেড অ্যাসোসিয়েশন ইন্টারফেরির পৃষ্ঠপোষকতায় যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান অক্সফোর্ড ইকোনমিকসের সর্বশেষ গবেষণা প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
প্রতিবেদনে করোনা মহামারি-পূর্ব পূর্ণ বছরের হিসাব বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা গেছে, ২০১৯ সালে বিশ্ব ফেরিগুলো ৪২৭ কোটি যাত্রী পরিবহন করেছে। এক্ষেত্রে এভিয়েশন খাতের সঙ্গে পাল্লা দিয়েই চলেছে তারা। এছাড়া বিশ্বজুড়ে প্রায় সাড়ে ১৫ হাজার ফেরিতে করে ৩৭ কোটির বেশি গাড়ি পরিবহন করা হয়েছে। এই খাতে ২০১৯ সালে ১১ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে, বৈশ্বিক জিডিপিতে যোগ হয়েছে ৬ হাজার কোটি ডলার। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শিপিং খাতের মোট ইকোনমিক ভ্যালুর ২০ শতাংশে অবদান রয়েছে ফেরি শিল্পের।