চট্টগ্রাম বন্দরের ৪নং গেটের পাশে ২০ ডিসেম্বর ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী। এ সময় শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জো অ্যান ওয়াগনার ১৩ ডিসেম্বর চট্টগ্রাম বন্দর পরিদর্শনে আসেন। এ সময় তিনি বন্দর চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পরে বন্দরের কার্যক্রম পরিদর্শন করেন।

১৬ ডিসেম্বর বিজয় দিবসে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ বোর্ড সদস্যবৃন্দ।

১৮ ডিসেম্বর নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মেজবাহ্ উদ্দিন চৌধুরী ও বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের নির্মাণ এলাকা পরিদর্শন করেন।

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী ২১ ডিসেম্বর বন্দর চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পরে বন্দরের অপারেশনাল কার্যক্রম ঘুরে দেখেন।