শিপার্স কাউন্সিলের নতুন কমিটি

মো. রেজাউল করিম, মো. আরিফুল আহ্সান, একেএম আমিনুল মান্নান

শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের (এসসিবি) ২০২২-২৩ মেয়াদের নির্বাচনী কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ড. আরএম দেবনাথের নেতৃত্বে গঠিত নির্বাচন বোর্ড সম্প্রতি নবনির্বাচিত পরিচালনা পর্ষদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। এতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, এসএন জুট ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. রেজাউল করিম, সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিল্ক কনটেইনার লাইনসের চেয়ারম্যান মো. আরিফুল আহ্সান, ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইস্ট ওয়েস্ট জুট ট্রেডিংয়ের স্বত্বাধিকারী একেএম আমিনুল মান্নান (খোকন)।

নির্বাচিত পরিচালকরা হলেন ড্রেস ওয়ার্ল্ডের পরিচালক মো. মুনির হোসেন, আরজু জুট ট্রেডার্সের স্বত্বাধিকারী আরজু রহমান ভুঁইয়া, অ্যাকটিভ লজিস্টিক্সের চেয়ারম্যান সৈয়দ মো. বখতিয়ার, ইলেক্ট্রো মার্টের পরিচালক মো. নুরুচ্ছাফা বাবু, এমএস ফ্যাশনসের অংশীদার জিয়াউল ইসলাম, ইন্টারন্যাশনাল জুট ট্রেডার্সের ব্যবস্থাপনা অংশীদার গণেশ চন্দ্র সাহা, এআর খান অ্যান্ড কোং-এর স্বত্বাধিকারী আতাউর রহমান খান ও কিং ওশান শিপিং লাইনসের স্বত্বাধিকারী কেএম আরিফুজ্জামান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here