৩ কোটি টিইইউ কনটেইনার হ্যান্ডলিংয়ের মাইলফলক স্পর্শ করেছে নিংবো

২০২১ সালে ৩ কোটি টিইইউ কনটেইনার হ্যান্ডলিং করেছে চীনের নিংবো ঝৌশান পোর্ট। এই মাইলফলক অর্জনের মাধ্যমে বিশ্বের তৃতীয় ব্যস্ততম কনটেইনার পোর্ট কমপ্লেক্সের অবস্থান নিশ্চিত করেছে বন্দরটি।

এটি নিংবোর জন্য গুরুত্বপূর্ণ এক অর্জন। মাত্র ১৫ বছর আগেও কনটেইনার হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে দেশটির অবস্থান ছিল ১৫তম। এই দেড় দশকের মধ্যে অগ্রগতির ধারাবাহিকতায় সেরা তিনে জায়গা করে নিল বন্দরটি। বিশেষ করে এমন এক সময়ে ৩ কোটি টিইইউ কনটেইনার হ্যান্ডলিংয়ের মাইলফলক অর্জন করল তারা, যখন কোভিড-১৯ মহামারির সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে গত আগস্টে কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম থমকে গিয়েছিল।

যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তিগত দিক থেকে অনেকটা এগিয়েছে নিংবো পোর্ট। ৩ কোটিতম কনটেইনার হ্যান্ডলিং উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেখানেও তার প্রমাণ মিলেছে। অটোমেশনে বন্দরের সাফল্য তুলে ধরতে এই কনটেইনারের লিফটিং কমান্ড দেয়া হয় দূরনিয়ন্ত্রিত ব্যবস্থায়। এছাড়া কনটেইনারটি সরানোর কাজে ব্যবহার করা হয় দূরনিয়ন্ত্রিত ব্রিজ ক্রেন ও একটি স্মার্ট ট্রাক।

বর্তমানে বিশ্বের ব্যস্ততম ১০টি কনটেইনার পোর্টের সাতটিরই অবস্থান চীনে। আর দেশটির সবচেয়ে দ্রুত বর্ধনশীল বন্দর হলো নিংবো ঝৌশান পোর্ট। ২০২০ সালে বন্দরটি ২ কোটি ৮৭ লাখ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং করেছিল। অবশ্য বিশ্বের ব্যস্ততম কনটেইনার বন্দর সাংহাইয়ের ৪ কোটি ৩৫ লাখ টিইইউর তুলনায় এ সংখ্যা অনেকটাই কম। দ্বিতীয় অবস্থানে থাকা সিঙ্গাপুর বন্দরের ৩ কোটি ৭০ লাখ টিইইউ কনটেইনারের চেয়েও বেশ পিছিয়ে ছিল নিংবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here