ডিসেম্বরে ৪৯১ কোটি ডলারের রেকর্ড পরিমাণ রপ্তানি

দেশের আমদানি-রপ্তানির প্রধান গেটওয়ে চট্টগ্রাম বন্দর। ছবি: বন্দর বার্তা

করোনা পরিস্থিতির মধ্যেই গেল ডিসেম্বরে রেকর্ড ৪৯১ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। একক মাস হিসেবে দেশের ইতিহাসে এটাই সর্বোচ্চ রপ্তানি। ২০২০ সালের ডিসেম্বরের তুলনায় এই আয় ৪৮ শতাংশ বেশি। বছরের শেষ চার মাসে প্রায় একই হারে রপ্তানি বেড়েছে।

রোববার (২ জানুয়ারি) প্রকাশিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, গেল ডিসেম্বরে লক্ষ্যমাত্রার তুলনায় রপ্তানি বেশি হয়েছে ২৫ শতাংশেরও বেশি। আগের বছরের ডিসেম্বরের তুলনায় এ আয় ১৬০ কোটি ডলার বেশি। আগের ডিসেম্বরে রপ্তানির পরিমাণ ছিল ৩৩১ কোটি ডলার।

বছরের শেষ ছয় মাস জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে দুই হাজার ৪৭০ কোটি ডলারে। এ আয় লক্ষ্যমাত্রার চেয়ে ১৬ শতাংশ বেশি। গত অর্থ বছরের একই সময়ের তুলনায় ২৮ শতাংশ বেশি। গত অর্থ বছরের এই সময়ে রপ্তানি হয়েছে এক হাজার ৯২৩ কোটি ডলার। অর্থাৎ ছয় মাসের ব্যবধানে ৫৪৭ কোটি ডলার রপ্তানি বেশি হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here