ভারতে নৌবাহিনীর জাহাজে বিস্ফোরণ, নিহত ৩

আইএনএস রণবীর (ফাইল ছবি)

ভারতের মুম্বাইতে মঙ্গলবার (১৮ জানুয়ারি) একটি রণতরীতে বিস্ফোরণের ঘটনায় নৌবাহিনীর তিন সদস্য নিহত ও অন্তত ১১ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার সময় আইএনএস রণবীর নামের যুদ্ধজাহাজটি মুম্বাইয়ের নেভাল ডকইয়ার্ডে অবস্থান করছিল। বিস্ফোরণের কারণ জানতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতীয় নৌবাহিনীর সবচেয়ে পুরনো রণতরীগুলোর একটি আইএনএস রণবীর। ডেস্ট্রয়ারটি ১৯৮৬ সালের এপ্রিলে নৌবাহিনীতে কমিশনড হয়। রাজপুত ক্লাসের চতুর্থ রণতরী এটি।

নৌবাহিনী জানিয়েছে, গত বছরের নভেম্বর থেকে আইএনএস রণবীরকে ইস্টার্ন নেভাল কমান্ড ক্রস কোস্ট অপারেশনাল ডিপ্লয়মেন্টে কাজে লাগিয়েছিল। শিগগিরই এটি বেজ পোর্টে ফিরে আসার কথা ছিল। কিন্তু তার আগেই মঙ্গলবার বিকালে রণতরীটি মুম্বাইতে অবস্থানকালে এতে বিস্ফোরণের ঘটনা ঘটে।

নৌবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, মুম্বাইয়ে নেভাল ডকইয়ার্ডে আইএনএস রণবীরের একটি অভ্যন্তরীণ কম্পার্টমেন্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নৌবাহিনীর তিন সদস্য প্রাণ হারান। বিবৃতিতে আরও বলা হয়, বিস্ফোরণের পর রণতরীর ক্রুরা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় জাহাজের বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই বিস্ফোরণের সঙ্গে অস্ত্রশস্ত্র বা গোলাবারুদের কোনো সম্পর্ক নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here