বছরের প্রথম সাত সপ্তাহে সিঙ্গাপুর প্রণালীতে জলদস্যুতার ১০টি ঘটনা ঘটেছে। এর মধ্যে নয়টি ঘটনায় দুষ্কৃতিকারীরা জাহাজে উঠতে সক্ষম হয়েছে। অপর ঘটনায় দস্যুরা জাহাজে ওঠার চেষ্টা চালালেও সফল হয়নি। এসব ঘটনার কারণে সিঙ্গাপুর প্রণালীতে জলদস্যুতার ঝুঁকি আরও বেড়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে রিজিওনাল কোঅপারেশন এগ্রিমেন্ট অন কম্ব্যাটিং পাইরেসি অ্যান্ড আর্মড রবারি এগেইনস্ট শিপস ইন এশিয়া (রিক্যাপ)।
২০২১ সালে সিঙ্গাপুর প্রণালীতে জলদস্যুতার স্বল্প মাত্রার ঝুঁকির সতর্কবার্তা দিয়েছিল রিক্যাপ ইনফরমেশন শেয়ারিং সেন্টার। সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে চলতি বছরের জন্য সেই সতর্কবার্তা বাড়াল তারা। সংস্থাটি প্রণালীতে চলাচলের সময় নাবিকদের আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
২১ ফেব্রুয়ারি নিজেদের প্রতিবেদনে রিক্যাপ আইসিএস বলেছে, ‘সিঙ্গাপুর প্রণালীতে জলদস্যুতার ঘটনা অব্যাহত থাকায় আমরা উদ্বিঘ্ন। যেহেতু এসব ঘটনায় কোনো দুষ্কৃতিকারী গ্রেপ্তার হয়নি, সেহেতু আগামীতেও ঝুঁকি থেকে যাবে। তবে এখন পর্যন্ত হামলার ঘটনাগুলোতে কোনো ক্রুর ক্ষতি হয়নি বা তাদের জীবন সংশয়ে পড়ে যায়নি। অর্থাৎ জলদস্যুতার ঘটনা বেড়ে গেলেও নির্মমতার মাত্রা তুলনামূলক কম রয়েছে বলা যায়।’
সিঙ্গাপুর প্রণালীতে জলদস্যুতা নিয়ন্ত্রণে রিক্যাপ এই অঞ্চলের দেশগুলোকে তাদের টেরিটোরিয়াল সিতে টহল ও আইন প্রয়োগ আরও জোরদার করার আহবান জানিয়েছে।