ইউক্রেনে বাংলাদেশি জাহাজে বিমান হামলা

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। ছবি সংগৃহিত

ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’তে বিমান হামলা হয়েছে। বুধবার (২ মার্চ) স্থানীয় সময় বিকেল ৫টা ২০ মিনিটে জাহাজের ব্রিজে এ রকেট হামলা হয়। এ ঘটনায় জাহাজটিতে আগুন ধরে যায়। তবে সবার তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রকেট হামলায় জাহাজের চিফ ইঞ্জিনিয়ার ওমর ফারুক তুহিন (বিএমএ, ৩৫ ব্যাচ) এর পাঠানো মেসেজ হতে জানা যায়, হামলায় থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হয়েছেন। তার বাড়ি বরগুনা জেলার বেতাগিতে। এছাড়া কয়েকজন বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন বলে ওমর ফারুক জানিয়েছেন।

ওমর ফারুক জানান, একটা টাগ বোট এসে জাহাজের সব ক্রুকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছানোর পর গত ২৪ ফেব্রুয়ারি থেকে জাহাজটি সেখানে আটকে আছে। জাহাজে বাংলাদেশের ২৯ জন নাবিক রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here