লকডাউনে সাংহাইয়ের গুরুত্বপূর্ণ শিপইয়ার্ডগুলো সাময়িক বন্ধ ঘোষণা

হুডং-ঝংহুয়া

চীনের সাংহাই শহরজুড়ে কোভিড-১৯ লকডাউন আরোপ করায় শিপিং খাতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের ব্যস্ততম কনটেইনার পোর্ট যে শহরে অবস্থিত, সেখানে লকডাউন আরোপ করা বৈশ্বিক সমুদ্র পরিবহন খাতের জন্য অবশ্যই উদ্বেগের বিষয়। আর এই উদ্বেগের বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে ম্যানুফ্যাকচারিং, গুদামজাতকরণ ও ট্রাকে করে কার্গো পরিবহন ব্যবস্থায় স্থবিরতা নেমে আসার বিষয়টি।

লকডাউনের এই প্রভাব প্রকট হতে হয়তো আরও কিছুদিন সময় লাগবে। তবে এরই মধ্যে একটি খাতে এর নেতিবাচক প্রভাব পড়েছে। সেটি হলো জাহাজনির্মাণ খাত। সাংহাইয়ের লকডাউনের কারণে চীনের কয়েকটি শীর্ষ শিপইয়ার্ড সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। আর এই ঘোষণা এসেছে একেবারেই হঠাৎ করে। ফলে প্রয়োজনীয় সংস্কার কাজের জন্য এসব শিপইয়ার্ডে আসা জাহাজগুলোকে বেকায়দায় পড়তে হয়েছে।

সাংহাইয়ের একটি ড্রাইডকে অবস্থানরত মার্কিন একটি বাণিজ্যিক জাহাজের ক্রু জানান, দিন দশেক আগে তাদের জাহাজে শিপইয়ার্ডের প্রায় ১০০ জন কর্মী কাজ করছিল। এরপর মধ্যাহ্নভোজের সময় তারা বিরতিতে যায়। কিন্তু বিরতি শেষে তারা কেউই আর কাজে ফেরেনি।

বিভিন্ন প্রতিবেদনে যেসব শিপইয়ার্ড সাময়িক বন্ধ করার খবর জানা গেছে সেগুলোর মধ্যে সাংহাই ওয়াইগাওকিয়াও শিপবিল্ডিং, জিয়াংনান শিপইয়ার্ড ও হুডং-ঝংহুয়া শিপবিল্ডিং মার্চের মাঝামাঝি সময় থেকে বন্ধ রয়েছে। এই তিনটি শিপইয়ার্ডই চায়না স্টেট শিপবিল্ডিং করপোরেশনের (সিএসসিসি) মালিকানাধীন। তিনটিই চীনের অন্যতম গুরুত্বপূর্ণ শিপইয়ার্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here