১৩৫তম ‘বন্দর দিবস’ উদযাপন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আজ সোমবার (২৫ এপ্রিল) সকালে বন্দর ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা ও বন্দরের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি উদযাপন শুরু হয়। বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান জাতীয় পতাকা ও পর্ষদ সদস্য (অর্থ) মো. কামরুল আমিন বন্দরের পতাকা উত্তোলন করেন। এ সময় বন্দরের পর্ষদ সদস্যবৃন্দ, পরিচালকগণ, সচিব, বিভাগীয় প্রধানগণ, উপ-বিভাগীয় প্রধানগণ ও সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বন্দরের ইতিহাস হাজার বছরের হলেও ১৮৮৭ সালের ২৫ এপ্রিল এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এরপর পেরিয়েছে ১৩৫ বছর। শুরু থেকেই এ অঞ্চলের প্রধান বন্দর হিসেবে বৈদেশিক বাণিজ্যের নেতৃত্ব দিচ্ছে চট্টগ্রাম বন্দর। দেশের ক্রমবর্ধমান আমদানি-রপ্তানি বাণিজ্যের সাথে সাথে বেড়েছে বন্দরের পরিসর। ভবিষ্যৎ চাহিদাকে সামাল দিকে মাতারবাড়ি গভীর সমুদ্র টার্মিনালের মতো মেগা প্রকল্প বাস্তবায়ন করছে কর্তৃপক্ষ। এ ছাড়া রয়েছে আরেক বড় প্রকল্প বে টার্মিনাল। বছরে প্রায় ৫ লাখ টিইইউস হ্যান্ডলিং সক্ষমতার পতেঙ্গা কনটেইনার টার্মিনাল নির্মাণ কাজ প্রায় শেষ। আগামী জুলাইয়ে এটি অপারেশনে যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
দিবসটি উপলক্ষে চট্টগ্রাম বন্দরের উন্নয়ন, অবদান ও গুরুত্ব নিয়ে জাতীয় ও স্থানীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এতে দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, নৌপরিবহন প্রতিমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, নৌসচিব ও চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের বাণী রয়েছে।