অপরিশোধিত পাম অয়েল রপ্তানি চালু রাখবে ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়া সরকার সম্প্রতি পাম অয়েল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞা অবশ্য পরিশোধিত পাম অয়েলের ক্ষেত্রে প্রযোজ্য হবে, অপরিশোধিত তেলের ক্ষেত্রে নয়। অভ্যন্তরীণ বাজারে ভোগ্যপণ্যটির সরবরাহ পর্যাপ্ত রাখার স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

এর আগে স্থানীয় বাজারের সুরক্ষায় গত ফেব্রুয়ারিতে পাম অয়েল রপ্তানিতে কিছু বিধিনিষেধ আরোপ করে জোকো উইডোডোর প্রশাসন। সে সময় ইন্দোনেশীয় উৎপাদকদের তাদের রপ্তানি লক্ষ্যমাত্রার অন্তত ২০ শতাংশ দেশীয় বাজারের জন্য বরাদ্দ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।

আজ সোমবার ইন্দোনেশিয়ার কর্মকর্তারা সরকারের সিদ্ধান্তের যৌক্তিকতা তুলে ধরেছেন এবং পরিশোধিত ও অপরিশোধিত পাম অয়েল রপ্তানির বিষয়টি স্পষ্ট করেছেন। তারা বলেন, ইন্দোনেশিয়ার হাইলি-রিফাইন্ড পাম অয়েল প্রডাক্ট আরবিডি পাম অলিনের রপ্তানিই কেবল স্থগিত করা হয়েছে। অপরিশোধিত পাম অয়েলের রপ্তানি আগের মতোই চালু থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here