নিঃসরণ মোকাবিলায় বাল্টিকে মোতায়েন হচ্ছে বিশেষ ড্রোন

বাল্টিক সাগরে বাণিজ্যিক জাহাজগুলোর সালফার নিঃসরণ পর্যবেক্ষণের জন্য উচ্চপ্রযুক্তির বিশেষায়িত এরিয়াল ড্রোন মোতায়েন করা হবে। চলতি মাসের শেষের দিকে বড় পরিসরের এই কার্যক্রম শুরু করবে জার্মানির ফেডারেল মেরিটাইম অ্যান্ড হাইড্রোগ্রাফিক এজেন্সি ও ইউরোপিয়ান মেরিটাইম সেফটি এজেন্সি (ইএমএসএ)।

তিন মাসের বেশি সময় ধরে ড্রোনগুলো বাল্টিক সাগরে টহল দেবে। বিশেষ সরঞ্জামে সজ্জিত দূরনিয়ন্ত্রিত এয়ারক্রাফটগুলো জার্মান আর্মড ফোর্সেসের স্তাবারহুক সাইট থেকে উড্ডয়ন করবে এবং দেশটির পূর্ব উপকূলীয় ফেহমান বেল্ট ও ক্যাদেত্রেনদেন অঞ্চলে চলাচলকারী জাহাজগুলোর ওপর নজর রাখবে। এসব জাহাজ থেকে নির্গত ধোঁয়ার মাধ্যমে কী পরিমাণ সালফার নিঃসরণ হচ্ছে, তা পরিমাপ করাই হবে ড্রোনগুলোর প্রধান কাজ।

বাল্টিক সি এমিশন কন্ট্রোল এরিয়ায় জাহাজগুলো থেকে সালফার নিঃসরণের মাত্রা শূন্য দশমিক ১ শতাংশের বেশি হওয়াকে নিষিদ্ধ করা হয়েছে। ড্রোনগুলো এই বিষয়টি নিশ্চিত করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here