চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কলকাতা ফেরত এক যাত্রীর ব্যাগ থেকে এক হাজার রেজার জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। সোমবার (২ এপ্রিল) এসব পণ্য জব্দ করা হয়।
ব্যাগেজ ঘোষণায় এই পণ্য আমদানিযোগ্য নয়। ঘোষণা ছাড়াই এই পণ্য এনে সরকারের প্রায় তিন লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করেছেন ওই যাত্রী। এ ঘটনায় যাত্রী সুলতান মাহমুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে কাস্টমস।
জাতীয় রাজস্ব বোর্ড ঈদের দিন ছাড়া শুক্রবার থেকে (২৯ এপ্রিল) থেকে বুধবার পর্যন্ত (৪ মে) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে কাস্টম হাউসগুলো সীমিত আকারে খোলা রাখার নির্দেশনা দিয়েছিল।
কাস্টম হাউস চট্টগ্রাম জানিয়েছে, ছুটিতেও জরুরি আমদানি পণ্য খালাস হচ্ছে। রপ্তানি কার্যক্রম পুরোপুরি সচল আছে। তবে সুযোগ নিয়ে কেউ যাতে সন্দেহভাজন পণ্য খালাস করতে না পারে, সে জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। সতর্কতার কারণেই বিমানবন্দরে একটি চালান ধরা পড়েছে।