১০ কোটি ডলারে তিনটি উইন্ড পোর্ট নির্মাণ করবে ম্যাসাচুসেটস

দ্রুত সম্প্রসারণমান গভীর সমুদ্র বায়ুবিদ্যুৎ খাতকে সহায়তার জন্য তিনটি উইন্ড পোর্ট নির্মাণ করবে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্য সরকার। এই কাজে ১০ কোটি ডলার বিনিয়োগ করবে তারা।

নতুন এই তিনটি উইন্ড পোর্ট নির্মাণ হবে অঙ্গরাজ্যটির নিউ বেডফোর্ড, সালেম ও সমারসেটে। রাজ্যটি যেন উদীয়মান এই শিল্পে নেতৃত্বস্থানীয় অবস্থানে থাকতে পারে, সেটি নিশ্চিত করতেই এই বিনিয়োগ করছে কর্তৃপক্ষ। ভিনিয়ার্ড উইন্ড প্রকল্পের মাধ্যমে গভীর সমুদ্র বায়ুবিদ্যুৎ উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে যাচ্ছে ম্যাসাচুসেটস। ২০২৩ সালের শেষ নাগাদ প্রকল্পটির বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার কথা রয়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অফশোর উইন্ড খাতে ম্যাসাচুসেটসের প্রধান প্রতিদ্বন্দ্বী নিউইয়র্ক ও নিউজার্সি। নিউইয়র্কের অফশোর ফার্মগুলোকে লজিস্টিকস সাপোর্ট দিচ্ছে ব্রুকলিনের সাউথ মেরিন টার্মিনাল। আর নিউজার্সি সরকার এই খাতের জন্য একটি পৃথক উইন্ড পোর্ট গড়ে তুলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here